পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: শুভ মুক্তির দিনে দর্শকের মন জয় করে হাউসফুল হলো পরিচালক অরিজিৎ আরির বাংলা ছবি সুপারি কিলার। ইতিমধ্যেই কলকাতা সহ জেলার একাধিক সিনেমা হলে এই ছবি হাউস ফুল এমনই খবর পাওয়া যাচ্ছে। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অর্পণ ব্যানার্জি এবং নায়িকা অর্পিতা দেব।পাশাপাশি রয়েছেন অভিনেতা অরুণ ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি, মৃত্যুন হাজরা, দেবীকা মিত্র।এখানেই শেষ নয়, পশ্চিম মেদনীপুর জেলা মিনি ইন্ডিয়া খড়্গপুরের ছেলে প্রলয় সামন্ত এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। খড়্গপুরের ছেলেকে বড় পর্দায় দেখে খুশি শহরের বহু মানুষ।’
এ বিষয়ে প্রলয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘দেখুন আমি আমার প্রাণের শহর খড়্গপুরের ছেলে। এই শহরেই আমার ছোট থেকে বেড়ে ওঠা। পেশায় আমি প্রফেশনাল একজন সাংবাদিক। কিন্তু অভিনয়ের ইচ্ছে আমার ছোট থেকেই ছিল। তাই একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করে পথ চলা শুরু করি। আমাকে প্রথম বড় পর্দায় সুযোগ দিয়েছে আমার প্রিয় বন্ধু এবং অভিনেতা অর্পণ ব্যানার্জি। সত্যি বলছি, এই সহযোগিতা আমার কাছে চিরতরে স্মরণীয় হয়ে থাকবে। তাই ধন্যবাদ রইলো অর্পণ এবং অর্পিতাকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো সংবাদ কলকাতায় কর্ণধার গৌতম দত্তকে। আমি মনে করি যে কাজটাই করুন না কেন সেটা যদি মন দিয়ে করেন আপনি অবশ্যই সফল হবেন।বাংলাকে ভালবেসে বাংলা সিনেমা দেখুন। এই বাংলাই পারে সব কিছু দিশা দেখাতে।সকলে আশীর্বাদ করুন আমি যেন খড়্গপুরের সম্মান বজায় রাখতে পারি।’
ইতিমধ্যেই খড়্গপুরের প্রলয়ের অভিনয় দেখে যেমন সকলে মুগ্ধ, পাশাপাশি অনেকেই প্রলয়ের সঙ্গে দেখা করতে আসছেন। অক্লান্ত পরিশ্রম করে নির্ভিক ভাবে সাংবাদিকতায় নিজেকে যেমন ধরে রেখেছেন ঠিক তেমনি অভিনয়কে সমান ভাবে সম্মান দিয়ে এগিয়ে যাচ্ছে খড়্গপুরের প্রলয়।

