আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: পণের দাবিতে বধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গা থানার পায়রাগাছি এলাকার এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত বধূর নাম স্বপ্না সরকার (২৫)। পণের দাবিতে অত্যাচার করে তাঁকে খুন করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন স্বপ্নার পরিজনেরা। পুলিশ জানিয়েছে, মৃতের শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক। তাদের খোঁজ চলছে।
পরিবারের পক্ষ থেকে স্বপ্নার স্বামী সিন্টু দাস, শ্বশুর মনতোষ দাস, শাশুড়ি আরতি দাস, ভাসুর মিন্টু দাস, জা রত্না দাসের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে গৃহবধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮, ৩০৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

বেড়গুমের বাসিন্দা মৃতা স্বপ্নার মা ডলি সরকার জানান, প্রায় আট বছর আগে স্বপ্না ও সিন্টু ভালোবাসা করে নিজেরাই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর থেকে সিন্টু প্রায় দিনই মদপ্য অবস্থায় বাড়ি এসে স্বপ্নার উপর দিনের পর দিন অকথ্য অত্যাচার করত। এরই মধ্যে তাদের একটি পুত্রসন্তান হয়। বর্তমানে তার বয়স ২ বছর। শনিবার দুপুরে ফোন করে জানানো হয়, স্বপ্না অসুস্থ হয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরেই ফোন করে জানায় স্বপ্না আত্মহত্যা করেছে। স্বপ্নার মা ডলি সরকারের অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা দোষীদের কঠোরতম শাস্তি চাই, যাতে করে অন্য কেউ আর এ ধরনের কাজ করতে সাহস না পায়।

