আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জুলাই:ভগবানপুর বাসস্ট্যান্ডে এক গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করলো দুই মহিলা। আলমারি খুলে চুরি করেছে নগদ ১০ হাজার টাকা। চুরি করে পালানোর সময় ধরা পড়ে গেলেও চুরি যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি অভিযুক্তদের কাছ থেকে। অভিযুক্ত দুই মহিলাকে তুলে দেওয়া হয়েছে ভগবানপুর থানার পুলিশের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনার গয়না লকারে না রেখে অন্য জায়গায় রাখার কারণে সৌভাগ্যবশত তা চুরি যায়নি। তবে দিনে দুপুরে চুরির ঘটনায় আতঙ্কিত বাড়ির লোকজন। ভর দুপুরে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর এলাকায়।