পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: ঘুমন্ত অবস্থায় হঠাৎই শব্দ পেয়ে উঠে দেখি আস্ত বাড়ি ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। প্রথমে কিছু বুঝতে না পারায় হতভম্ব হয়ে পড়েন পরিবারের লোকজন। পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রামের সকলে এসে পৌঁছান বাড়ির সামনে। এ ধরনের ঘটনায় স্তম্ভিত পরিবারসহ গ্রামের সাধারণ মানুষ।

বাড়ির গৃহকর্ত্রী জানান, কোনো ধরনের ভাঙ্গা বা ফাটল ছিল না বাড়ির মধ্যে। তাও কিভাবে হঠাৎ রাতের মধ্যে ঘটে গেল এই ধরনের ঘটনা ভেবেই পাচ্ছেন না তারা।
গ্রামের মানুষজন জানাচ্ছেন, এটা আশ্চর্যজনক ঘটনা। কোনো কিছু ফাটল ছাড়াই একটা বাড়ি যে এভাবে ভেঙ্গে পড়তে পারে তা আগে কখনো দেখেনি। সকলে মিলে হাত লাগিয়ে বাড়ির ভেঙ্গে যাওয়া কিছু অংশ সড়িয়ে আপাতত থাকার জন্য বাড়িটি প্রস্তুত করার কাজে লেগেছেন গ্রামবাসীরা।

