শান্তিপুরে গভীর রাতে ধসে ভেঙ্গে পড়ল আস্ত বাড়ি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ আগস্ট: গভীর রাতে ধসে ভেঙ্গে পড়ল একটি আস্ত বাড়ি। স্থানীয়দের তৎপরতায় কোনও রকমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা সুব্রত ঘোষ।চাষবাসের উপরে তাদের সংসার নির্ভর। কোনও রকমে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি। গতকাল প্রতিদিনের মত পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত বারোটা নাগাদ হঠাৎ বাড়িটি কেঁপে ওঠে। কম্পনের জেরে কয়েকজনের ঘুম ভেঙে যায়। এরপর চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে দেখতে পায়, বাড়িটি ভেঙ্গে পেছনের একটি নিচু জায়গা পড়ে রয়েছে। তড়িঘড়ি লোহার গেট খুলে তাদের উদ্ধার করার চেষ্টা করে গ্রামবাসীরা। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কারণে পরিবারের বেশ কয়েকজন সদস্য ভয়ে অজ্ঞান হয়ে যায়। ঘরের কিছু আসবাবপত্র বের করা হলেও বেশিরভাগ দামি জিনিসপত্র ঘরের ভিতরেই রয়ে গেছে।

ঘটনার জেরে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দারা।
গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকিলা বিবি মণ্ডলের স্বামী আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ইতিমধ্যেই এ বিষয়ে স্থানীয় বিডিও থেকে শুরু করে থানা এবং ডি আইবিকে জানানো হয়েছে। যেহেতু চাষ করে এদের সংসার চলে সেই কারণে এই ক্ষতি হয়তো সামলানোর এদের পক্ষে সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে একটি দরখাস্ত করার কথা বলা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যতটা সম্ভব এই পরিবারের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *