কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২নং ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত এলাকার আজুড়িয়া গ্রামে বুধবার সন্ধ্যে ৭:৩০ নাগাদ বৈদ্যনাথ পাল নামে এক ব্যক্তির মাটির দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
বৈদ্যনাথ বাবুর ছেলে দেবকুমার বাবু জানান, বুধবার রাতে বৃষ্টির সময় ওই মাটির বাড়িতে রান্না করছিলেন ওনার স্ত্রী ও মা। তার পরেই হঠাৎ বাড়ি ভাঙ্গার শব্দ পেয়ে প্রাণ বাঁচাতে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন।
বুধবার রাতেই মানস সাউ নামের এলাকার এক সিভিক ভলান্টিয়ার এসে উপস্থিত হয় দেবকুমার বাবুর বাড়িতে, সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় বেশ কিছু যুবকদের সহযোগিতায় বাড়ির মধ্যে আটকে পড়া বেশ কিছু সামগ্রী বের করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই ভেঙ্গে পড়া মাটির বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় আসবাব পত্র সরানোর কাজ চলছে।
তবে এই বিষয়ে পলাশ পাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা রায় পাল জানিয়েছেন, তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন।