রোগী থেকেই সংক্রমণ! করোনায় আক্রান্ত হলেন খোদ হাসপাতালের সুপার

আমাদের ভারত, হাওড়া, ৯ এপ্রিল: এবার করোনা আক্রান্ত হলেন খোদ হাসপাতালের সুপার। কোভিড-২৯ পজিটিভ মিলল হাওড়া হাসপাতালের সুপারের শরীরে। সূত্রের খবর, তাঁকে কলকাতায় এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই আইসলেশান ওয়ার্ডে ভর্তি রেখে চলবে তাঁর চিকিৎসা।

জানাগেছে, ওই সুপারের লালারস সংগ্রহ করে তা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতাল সুপারের শরীরে করোনার উপস্থিতি মেলার পরেই তাঁর পরিবারের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসার জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরেরও কয়েকজনকেও কোয়ারেন্টিনে পাঠানোর চিন্তাভাবনা চলছে।

উল্লেখ্য, হাওড়া হাসপাতালের এক মহিলা করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন। প্রথমে সাধারণভাবেই তাঁর চিকিৎসা শুরু হয়। পরে রিপোর্ট আসার পর জানা যায় মহিলার শরীরে ভাইরাসের উপস্থিতি রয়েছে। এরপর ওই মহিলার মৃত্যু হয় হাসপাতালেই। সেই সময় হাসপাতালে সুপার থেকে শুরু করে নার্স ও অন্যান্য ডাক্তাররা ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন। সেই থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *