স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে জেলাশাসকের কাছে দরবার হাসপাতালের কর্মীদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: মাসের পর মাস বেতন না পেয়ে ঠিকাদারের অধীনে কাজ করা পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি সুপার স্পেশালিটি হাসপাতালের ৪৭৬ জন স্বাস্থ্যকর্মী পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে মৃত্যুর অনুমতি চেয়ে আবেদন করেছেন। এই স্বাস্থ্যকর্মীরা গত চার বছর ধরে তাদের ন্যূনতম মজুরি টুকুও  সঠিক সময়ে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সঞ্জয় ভট্টাচার্য, সৈকত মাইতি, মানিক সামন্ত, সন্তু গিরি সহ অন্যান্য কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

তাদের দাবি, যেহেতু তারা একশো দিনের কাজের শ্রমিকদের থেকেও কম মজুরি পান সেহেতু তাদের পরিবারের সদস্যদের মুখে দু’বেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করুক সরকার। তারা জানান, গ্লোবাল ঠিকাদারি সংস্থার অধীনে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছে। এদের সঠিক কোনও বেতন পরিকাঠামো নেই। এদের অধীনে স্বাস্থ্যকর্মীরা কেউ ছয় হাজার, কেউ আট হাজার, কেউ নয় হাজার টাকা পান। কাজের স্থায়িত্বের কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। নেই সামাজিক সুরক্ষা বা ভবিষ্যৎ নিধির কোনও বালাই। কোনও স্বাস্থ্যকর্মী জানে না এই ঠিকাদার সংস্থার মালিক কে  বা কি তার ঠিকানা।

জানা গেছে, এইসব সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবি ও অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক রেশমি কমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *