পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: হোসিয়ারী শ্রমিকদের অন্তত ১৫ শতাংশ হারে আসন্ন পুজো বোনাসের দাবি জানিয়ে গত ২৮ আগস্ট শ্রম দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার জয়েন্ট লেবার কমিশনারকে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে জয়েন্ট লেবার কমিশনার (ব্যক্তিগত) অনিন্দিতা ভট্টাচার্য আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় নিমতৌড়িতে দপ্তরের অফিসে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী শাখার নেতৃবৃন্দ এবং এআইইউটিইউসি অনুমোদিত মজদুর ইউনিয়নের জেলা নেতৃত্বদের যৌথ সভা আহ্বান করেছেন।
ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা বলেন, পুজোর আগেই হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে অন্তত ১৫ শতাংশ হারে পুজো বোনাস দেওয়ার দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ করা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।