পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ ডিসেম্বর: রেশমি গ্রুপ, ঝাড়গ্রাম জেলা উদ্যান পালন বিভাগ, কৃষি বিভাগ এবং জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (DRDC) যৌথভাবে ঝাড়গ্রামের বাগমুড়ি গ্রামে উদ্যান পালন প্রশিক্ষণ ও বীজ বিতরণ শিবিরের আয়োজন করে।
লোধা ও শবর সম্প্রদায়ের সবচেয়ে পিছিয়ে পড়া পরিবারগুলির জীবিকা উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। মূলত সবুজায়নকে ধরে রাখতে এবং পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনিক দপ্তর থেকে জানা গিয়েছে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলেও জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।