আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ অক্টোবর: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো বনগাঁতে| ভস্মীভূত হল একটি ব্লিচিং পাউডারের গোডাউন সহ একটি লরি|ঘটনাসূত্রে জানা যায় যে, আষ্টমীর রাতে আনুমানিক রাত তিনটে নাগাদ বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আগুন লাগেI গোডাউনের গা ঘেঁসে দাড়িয়েছিলো একটি লরি| সেই আগুন ছড়ায় ওই লরিতে| আগুন ক্রমশঃ চারিদিকে ছড়াতে থাকে| ঘটনাস্থলে তখনই ছুটে আসে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন| প্রায় ঘন্টা তিনেক লাগাতার দমকল বাহিনীর জল বর্ষনে আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে৷ ব্লিচিং পাউডারের গোডাউন ও লরিটি আগুনে প্রায় পুরোটাই ভস্মীভূত হয়ে যায় | কী থেকে এই আগুন লাগলো তা জানা যায়নি৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।