আশিস মণ্ডল, রামপুরহাট, ১ জুলাই: বেপরোয়া চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। দুর্ঘটনায় বাসের ২৫ জন যাত্রী কমবেশি আহত হন। তাদের মল্লারপুর ব্লক হাসপাতাল এবং রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার জয়রামপুর সেতুর কাছে।
বুধবার সকালের দিকে একটি বেসরকারি বাস সিউড়ি থেকে রামপুরহাট ফিরছিল। যাত্রীদের অভিযোগ, মল্লারপুরের আম্ভা মোড়ের পর থেকে বাসের গতি কয়েকগুণ বাড়িয়ে দেন চালক। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জয়রামপুর সেতুতে সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। এরপরেই সেতুর রেলিং ভেঙ্গে ঝুলতে থাকে।
বাসের যাত্রী অভয় কুমার রায় বলেন, “দেউচা থেকে ডাক্তার দেখানোর জন্য তারাপীঠ যাচ্ছিলাম। বাস সারা রাস্তা ধীর গতিতেই চলছিল। আম্ভা মোড়ের কাছে বাসের গতি কয়েকগুণ বেড়ে যায়। ফলে গর্তে পড়ে গাড়ি উল্টে যায়। তবে সকলেই সুরক্ষিত। এলাকার মানুষ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়”। ঘটনার পর থেকে বাসের চালক খালাসি সকলে পলাতক”।