Accident, Kharagpur station, ভয়াবহ দুর্ঘটনা! লোহার বিম চাপা পড়ে খড়্গপুর স্টেশনে প্রাণ গেল এক কিশোরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: খড়্গপুর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল আট বছরের এক কিশোরের। মঙ্গলবার প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপরে পড়ে মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

রেল পুলিশ সূত্রে খবর, ছেলেটি ভবঘুরে। বাবার সঙ্গে এই স্টেশনেই থাকত। ঘটনার সময়ে কাজে গিয়েছিলেন বাবা। ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশাহারা তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হবে বলে জানিয়েছে রেল পুলিশ।

রেল পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর স্টেশনে। সেই কাজের সূত্রেই স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম।

ওই শিশুটি বিমটি ধরেই খেলছিল। হঠাৎই তা তার উপরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সব দিক খতিয়ে দেখছি। ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *