আমাদের ভারত, ১ মার্চ: টানা পাঁচ ঘণ্টা বেলারুশে শান্তি বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু দুপক্ষই দ্বিতীয় দফার আলোচনাতে রাজি। তবে প্রথম বৈঠক শেষ হতে না হতেই আবার ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের খারকিভে আছড়ে পড়ছে একের পর মিসাইল। এর আগে মঙ্গলবার ভয়ানক ভ্যাকিউম বোমা ব্যবহার করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তারপরই এক ভয়ঙ্কর রুশ হামলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে রুশ ক্ষেপণাস্ত্রের হানায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইউক্রেনের বড় প্রশাসনিক ভবন।
ইউক্রেনের যুদ্ধের কারণে আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তাতে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হচ্ছে রাশিয়া। ক্রীড়াক্ষেত্রেও তারা একঘরে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মস্কোকে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি আগ্রাসী হচ্ছে তারা।
বর্তমানে খারকিভের মতো বড় শহরগুলির আবাসিক ও প্রশাসনিক ভবনগুলিতেও হামলা চালাচ্ছে রাশিয়া। একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে। তার থেকেই সেই প্রমাণ মিলেছে।
ইউক্রেনের বিদেশ মন্ত্রকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে খারকিভ শহরের রাজপথের একপাশে হলুদ রঙের বিরাট প্রশাসনিক ভবন, ভবন লাগোয়া রাস্তায় গাড়ি চলাচল করছে। আচমকাই সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তে আগুনে ঝলসে পুড়ে যায় বাড়িটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয় সরকারি ভবনটি।
Russia is waging war in violation of international humanitarian law. Kills civilians, destroys civilian infrastructure. Russiaʼs main target is large cities that now fired at by its missiles.
📍Kharkiv, Administration building pic.twitter.com/BJgyNnDp1h
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) March 1, 2022
ইউক্রেনের বিদেশমন্ত্রক অভিযোগ করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করছে রাশিয়া। বিদেশ মন্ত্রক টুইটার করে লিখেছে আন্তর্জাতিক মানবিকতা আইন লঙ্ঘন করে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে। বেসামরিক সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। রাশিয়া ক্ষেপণাস্ত্র হানায় বড় শহরগুলিকে ধ্বংস করতে চাইছে। তারা বার্তা দিয়েছেন,গোটা বিশ্বকে আরো বেশি করে রাশিয়ার অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। চাপ বাড়িয়ে রাশিয়াতে এক ঘরে করুন।