ভোরে সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাবা ও মেয়ের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ আগস্ট: বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চটকাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও মেয়ের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সহিদুল ইসলাম (৫০) এবং মেয়ে লাদিবা খাতুন (১৮)। লাবিদা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সামশেরগঞ্জ থানার তিন পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে ব্যক্তিগত গাড়িতে মেয়েকে নিয়ে কলকাতা গিয়েছিল চিকিৎসা করাতে। চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। বুধবার রাতে কলকাতা থেকে রওনা দেন এবং বৃহস্পতিবার ভোর রাতে সামশেরগঞ্জ থানার চটকাপুর এলাকায় দাড়িয়ে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও মেয়ের।

গাড়ির মধ্যে থাকা একই পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন তাদের উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য। মোট চারজনকে বহরমপুরে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য এবং দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *