গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ আগস্ট: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার নাম জড়ালো হুগলি জেলার। ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি।ঘটনার নিন্দা করে সরব হয়েছে মানুষ। এবার সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হলো হুগলি জেলার আরামবাগের সার্কাস মাঠ এলাকার বাসিন্দা মনোতোষ ঘোষ। সে যাদবপুরের দ্বিতীয় বর্ষের ছাত্র। সমাজবিদ্যা নিয়ে পাশ করে আরামবাগ বয়েজ হাইস্কুল থেকে ২০২১ সালে। আরামবাগের সার্কাস মাঠ এলাকার বাসিন্দা।
মনোতোষের বাবা শান্তিনাথ ঘোষ এলাকায় খাবারের দোকান চালায়। ছেলে গ্রেফতার হয়েছে এটা ভেবে অনেকটাই অবাক শান্তিনাথবাবু। তিনি বলেন, যেদিন ঘটনা ঘটেছিল তারপরেই ছেলে ফোন করে বলেছিল যে তাকে পুলিশ হয়তো ডাকতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু পুলিশ ডাকতে পারে এই কথা ছেলে আগে থেকে কিভাবে জানলো সেই উত্তর পাওয়া যায়নি। এদিন শান্তিনাথ ঘোষ আরো বলেন, ছেলে কিভাবে জড়িয়ে পড়লো সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু ছেলের কাছে আগে কখনো রাগিং এর বিষয়ে শোনেননি কিছু। শান্তি নাথবাবুর দাবি, মনোতোষ এর সাথে কোনো ভাবেই জড়িত নয়। ছেলে শান্ত প্রকৃতির ও পড়াশোনায় খুবই ভালো।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, ছেলেটি এলাকায় ভালো ছেলে বলে পরিচিত। কোনো ঝুট ঝামেলাতে থাকে না। নিজের কাজ নিয়েই ব্যস্ততার মধ্যেই কাটায় মনোতোষ। পাড়ায় প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করে। রবিবার সকালে মনোতোষের গ্রেপ্তার হওয়া যাদবপুর থানা থেকে একটি নোটিশ পাঠায় আরামবাগ থানায়। এদিন আরামবাগ থানা থেকে সেই নোটিশ মনোতোষের বাবার হাতে তুলে দেয় আরামবাগ থানার এক পুলিশ কর্মী। থানার নোটিশ পেয়ে ভেঙে পড়েন মনোতোষের বাবার শান্তি নাথ ঘোষ ও তার মা। মনোতোষের বাবাকে যাদবপুর থানায় ডাকা হয়েছে বলে জানাগেছে।