জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: শুক্রবার গড়বেতা হাইস্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির সহযোগিতায়, শিক্ষক মানস বাঁকুড়ার জন্মদিনটি বিশেষভাবে পালিত হলো।
এই উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো সমাজ যোদ্ধাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন গড়বেতা হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং কোভিড যোদ্ধাদের হাতে চারাগাছ, স্মারক ও মিষ্টি তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি গড়বেতা-১১ নং অঞ্চলের সমস্ত “আশা কর্মী” দের সম্মাননা জ্ঞাপন করা হয়। এরই সাথে গড়বেতা হাসপাতালে ভর্তি থাকা সমস্ত রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন গড়বেতা কলেজের অধ্যক্ষ ড: হরিপ্রসাদ সরকার।
উপস্থিত ছিলেন গড়বেতা-১ এর বিডিও শেখ ওয়াসিম রেজা, গড়বেতার বিএমওএইচ ডাঃ সঞ্চিতা কর্মকার, জয়েন্ট বিডিও উত্তম মান্না মহাশয় প্রমুখ। গড়বেতার সকল সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি শালবনি ও বিষ্ণুপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃহৎ কর্মযজ্ঞে আমন্ত্রিত ছিলেন।