আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ মার্চ: বসিরহাটের ভ্যাবলা এলাকায় রাত ১১ টা নাগাদ দাহ্য পদার্থ থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল বাড়ি ও দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন খবর দেয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। দমকল কর্মীদের সাথে পুলিশ ও স্থানীয়রা হাত লাগায় আগুন নেভানোর কাজে। কিন্তু ততক্ষণ পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সমস্ত জিনিস ও ঘরবাড়ি।
দমকল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। বাড়িতে ছোট্ট মুদিখানার দোকান ছিল তার সাথে কেরোসিন, ,
ডিজেল, পেট্রোলও বিক্রি হতো। হাওয়া মেশিনের সাহায্যে সাইকেলে মোটর বাইকে হাওয়া দেওয়া হতো বলে জানান স্থানীয়রা। আগুনের লেলিহান শিখায় পরপর দুইটি গ্যাস সিলিন্ডার ফেটে এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এলাকাবাসীরা।