পূর্ববঙ্গে ভিটেছাড়া— কিছু ভাবনা (১)

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৯ অক্টোবর: ‘নোয়াখালি দিবস’-এর কথা জানাতে গিয়ে দু’দিন আগে তথাগত রায় টুইটারে লিখেছেন, “সামনেই নোয়াখালী দিবস আসছে। নোয়াখালী হিন্দু গণহত্যার বর্ষপূর্তি। ক্যালেন্ডার মানলে ১০ই অক্টোবর আর ভারতীয় তিথি মানলে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন। ওই দিনটা কিন্তু স্মৃতিচারণ থেকে ভুললে চলবে না।
বাঙালি হিন্দু নোয়াখালীর সম্পর্কে না জানলে ভবিষ্যতে নোয়াখালী হওয়া আটকাবে কিভাবে?”

আজ রবিবার তিনি টুইটারে লিখেছেন, “সেই কালান্তক বছর ১৯৪৬-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছিল ১০ই অক্টোবর। পূর্ববাংলায় হিন্দু নির্যাতনের একটি জঘন্যতম অধ্যায়ের সূত্রপাত এই দিনটিতেই, নোয়াখালীতে। কালকে এর কিছু বিবরণ প্রকাশ করব। কিন্তু বড় কথা হচ্ছে, #যেনভুলেনাযাই।”

নোয়াখালি দিবস কী ও কেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখেছেন। আমিও একাধিক খবর করেছি। আমার এই ধারাবাহিকের মূল উদ্দেশ্য নোয়াখালী হিন্দু গণহত্যা নয়। বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত বাঙালির প্রায় ১২ আনার জীবনপঞ্জীতে দেখা যায়, তাঁরা বা তাঁদের পূর্বপুরুষদের জন্ম পূর্ববঙ্গে ‘গৌরবের সেই পরিসর’ থেকে কেন, কোন পরিস্থিতিতে দলে দলে এপার বাংলায় চলে এলেন (বা আসতে বাধ্য হলেন), তার কিছু চর্চা হয়েছে। আরও চর্চা হতে পারে। বিষয়টা নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এঁদের অনেকেই অতি প্রবীন। আমার মনে হয়েছে ওঁদের স্মৃতিকথা ধরে রাখা দরকার।

“একান্তই বাঙালি আমি। তবে— শুধু বাঙালি বললে ভুল হবে। আমি হলাম পূর্ববঙ্গের বাঙালি। এখনও আমার সমস্ত মন জুড়ে থাকে পূর্ববঙ্গের স্মৃতি।“ আনন্দবাজার পত্রিকার ১০০ বছরপূর্তির ক্রোড়পত্রে লিখেছেন প্রায় ১০০ বছরের রণজিৎ গুহ। ‘গৌরবের সেই পরিসর’ লেখাটি শুরু করেছেন ওপরের কথা দিয়েই।

আনন্দবাজার পত্রিকা এবং রণজিৎ গুহ—দু’য়েরই জন্ম পূর্ববঙ্গে। রণজিৎবাবু প্রায় ৬৩ বছর আগে ইংল্যান্ডে গিয়ে সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। বর্তমানে ভিয়েনা, অস্ট্রিয়াতে  বসবাস করেন। অমর্ত্য সেনের মতে, তিনি হলেন “বিশ শতকের সবচেয়ে সৃজনশীল ভারতীয় ঐতিহাসিক।” রণজিৎবাবুর মত জীবিত প্রবীনদের সঙ্গে কথা বলে সেই অভিজ্ঞতার একটা সঙ্কলন করা গেলে হয়ত ইতিহাসের এই অধ্যায়টা আরও স্বচ্ছ হত। এর পর তো স্বচক্ষে দেখা এবং স্বমনে অনুভূত অভিজ্ঞতা আর পাওয়া যাবে না! ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে যাবে!
(ক্রমশঃ)

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *