আমাদের ভারত, ২৬ আগস্ট: ঘরওয়াপসি হলো পার্বতীর। ছিলেন আয়েশা খাতুন। এখন সে পার্বতী প্রধান। হ্যাঁ দেবদত্ত মাজির নেতৃত্বে ও তাঁর হাতে তৈরি সিংহ বাহিনী সংগঠনের উদ্যোগে ইসলাম ত্যাগ করে সনাতনী হয়েছে পার্বতী।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পার্বতীর ঘর ওয়াপসীর কথা জানিয়েছেন দেবদত্ত মাজি। তিনি জানিয়েছেন, রীতিমতো মাদ্রাসায় গিয়ে শিক্ষা লাভ করেছিল চাঁদ মহম্মদের মেয়ে আয়েশা খাতুন। কিন্তু সিংহ বাহিনীর কর্মীরা তাকে বুঝিয়ে সনাতন ধর্মে নিয়ে আসে। ইসলাম ত্যাগ করে সে সনাতন ধর্ম গ্রহণ করে এখন সে পার্বতী প্রধান।
দেবদত্ত মাজি আরো জানান, যে দীর্ঘদিন ইসলাম ধর্মে ছিলেন, কিন্তু নিজের মন পরিবর্তন করে আয়েশা এখন পার্বতী হবার পর ধীরে ধীরে সনাতনী সংস্কৃতি শিখছেন। সনাতনী রীতি নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করা শুরু করেছেন, যা তাকে এক সক্রিয় সনাতনী হয়ে উঠতে সাহায্য করছে।
একই সঙ্গে এই ঘর ওয়াপসীর জন্য সিংহবাহিনী সংগঠনের কর্মীদের কঠোর পরিশ্রমী, বুদ্ধিমত্তা ও ঝুঁকি নেওয়ার সাহসকেও কুর্নিশ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন এই সংগঠনের সমর্থকদের, এবং যারা এই সংগঠনটি পরিচালনা করতে সাহায্য করেন তাদেরকেও। একই সঙ্গে সিংহবাহিনী পরিবারের সদস্য হবার আহ্বানও জানিয়েছেন দেবদত্ত মাজি।