পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বৃহস্পতিবার গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য কমিটির বৈঠক হলো পশ্চিম মেদনীপুর জেলার চন্দ্রকোনা রোডে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক দীপঙ্কর দাস সহ অভিজিৎ প্রামানিক, মৃন্ময় বিশ্বাস, সমর দাস, সৌমেন্দ্র মোদক, অমর ঘোষ সহ প্রায় ৩০ জন রাজ্য কমিটির সদস্য।
আজ মূলত রাজ্যে ঘটে চলা স্কুল শিক্ষকদের টিউশন কিভাবে আইনি পথে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। রাজ্যের নানা প্রান্তে টিউশনরত স্কুল শিক্ষকদের প্ররোচনায় এবং সক্রিয় মদতে গৃহশিক্ষকরা নানান ভাবে হেনস্থার স্বীকার হচ্ছেন, সে ব্যাপারেও বিস্তৃত আলোচনা হয়। সরকারি স্কুল গুলিতে প্রয়োজনীয় শিক্ষক না থাকা সত্ত্বেও উচ্চ শিক্ষা সংসদ স্কুলগুলিকেই একাদশ শ্রেণির প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দিয়েছেন। পরবর্তী কালে এবিষয়ে সংগঠন কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন এই বিষয়েও আলোচনা হয়। সাথে সংগঠনের সদস্যদের জন্য MyGuruG বলে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। সাথে সংগঠনের অন্তবর্তী অনেকগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।