আমাদের ভারত,২২ জানুয়ারি: আইনের ফাঁক গলে তারিখের পর তারিখ নিয়ে ক্রমাগত ফাঁসির দিন পিছিয়েই চলেছে নির্ভয়া কাণ্ডের দোষীদের। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ফাঁসির আদেশ পাওয়া দোষীদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া হোক।
বর্তমানে আইনের ফাঁকের সুযোগ নিয়ে আদালতে একের পর এক তারিখ নিয়ে ফাঁসি পিছিয়ে দিতে সক্ষম হচ্ছে সাজাপ্রাপ্তরা। সুপ্রিম কোর্ট দোষীদের ফাঁসির রায় পর্যালোচনার আর্জি খারিজ করে দেওয়ার পর, আবার আবেদন করতে গেলে তার একটা সময় সীমা ঠিক করা উচিত বলে আবেদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
মন্ত্রক আরোও আবেদন করেছে ফাঁসি সাজাপ্রাপ্ত আসামিদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট তাদের অতীত রায় নিয়েও ভাবনা চিন্তা করুক।