“স্বরাষ্ট্র মন্ত্রীর নাম অমিত শাহ, সে হাত বাড়ালে গর্ত থেকে তুলে আনবে”, শাহজাহান গ্রেপ্তার না হলে কেন্দ্রের হস্তক্ষেপের ইঙ্গিত সুকান্তর

আমাদের ভারত, ১৫ জানুয়ারি: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে কিন্তু এখনো মূল অভিযুক্ত শেখ শাহজাহান অধরা। কেন্দ্রের তদন্তকারী অফিসারদের ওপর আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার না করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারে বলে সোমবারে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুর্শিদাবাদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময় সুকান্ত মজুমদার বলেন, শেখ শাজাহান কবে ধরা পড়বে সেটা নির্ভর করছে রাজ্য পুলিশের উপর। কারণ রাজ্য পুলিশের হাতেই সেই দায়িত্ব। তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আছে তাকে ধরার কথা রাজ্য পুলিশের। একই সঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সেদিন ইডি শাজাহানকে ধরতে গিয়েছিল এরকম কথা আমরা কোথাও থেকে জানতে পারিনি। সংবাদমাধ্যমও জানায়নি। ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল সেদিন। কারণ ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করে। তল্লাশি করলেই যে তাকে গ্রেফতার করবে এরকম কোন বিষয় নেই।

শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “রাজ্য সরকার যদি সে ক্ষেত্রে না পারে তাহলে স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তক্ষেপ করতে হবে। তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান থেকে শুরু করে শাহজাহানের ভাইজান বিশেষ করে দিদিজান যেনো মাথায় রাখেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কিন্তু অমিত শাহ। সে যদি হাত বাড়ায় তাহলে গর্তের ভেতর থেকে তুলে আনবে। তখন কিন্তু ব্যাথা খুব বেশি লাগবে। এখন অল্প ব্যাথাতে কাজ হয়ে যেত।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি সেদিন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন। কোন ব্যক্তির বাড়িতে তল্লাশি করতে যাওয়া মানে তাকে গ্রেপ্তার করা নয়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্য পুলিশের উপর নির্ভর করছে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহাজাহান কবে গ্রেপ্তার হবে। তবে রাজ্য সরকার শেখ শাহজাহানকে ধরতে না পারলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রককে হস্তক্ষেপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *