রাজ্য সফরে স্বরাষ্ট্রমন্ত্রী, শুক্রবার রাতেই ৬ মুরলিধর সেন লেনে জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহ

আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: শুক্রবার রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী রাত আটটা কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন অমিত শাহ। জানা গেছে, শুক্রবার রাতেই ৬ মুরালিধর সেন লেনের দলীয় কার্যালয় রাজ্য নেতৃত্বে সঙ্গে একটি বৈঠক করবেন অমিত শাহ। দুপুরে বিজেপির রাজ্য দপ্তরের আশেপাশের এলাকা নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন সিআরপিএফের আধিকারিকরা। আজ রাতের শাহী বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে তার দিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এর আগে সুকান্ত ও শুভেন্দু উভয়ের সঙ্গেই দেখা করার কথা ছিল অমিত শাহের দিল্লিতে। কিন্তু জাতীয় স্তরের একাধিক ইস্যুতে ব্যস্ত হয়ে যাওয়ায় সেই বৈঠক বাতিল হয়। এবার একেবারে রাজ্যে এসে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চলেছেন বিজেপির চানক্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আলোচনার অন্যতম বিষয় এটা যে হবেই তাই বলাই বাহুল্য। তবে সাম্প্রতিককালে বিজেপির রাজ্য নেতৃত্বের অভ্যন্তরের দ্বন্দের যে ছবি প্রকাশে এসেছে তাও আলোচনার অন্যতম বিষয় বলে মনে করা হচ্ছে। যদিও সুকান্ত মজুমদার এই দ্বন্দ্ব
মানতে নারাজ। বরং তার দাবি সমন্বয় বরাবরই রয়েছে। ঐক্য বা সমন্বয়ের কোনো অভাব নেই। বাইরে থেকে খালি চোখে হয়তো অনেক সময় তা দেখা যায় না। তার কথায় “আপনাদের মনে হচ্ছে কেউ কারো বিরোধিতায় বিবৃতি দিয়েছেন কিন্তু প্রত্যেককে নিজের নিজের বিবৃতি দিয়েছেন।”

কিছুদিন আগেই হাজরায় বিজেপির এক সভা থেকে নাম না করেই মর্নিং ওয়াকে বাকে গিয়ে মিডিয়াকে প্রেস রিলিজ দেওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। প্রকাশ্য সভা সরাসরি কারো নাম করেননি শুভেন্দু, তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করতে সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। তাই এই মতানৈক্যকে ফের এক নৌকার সওয়ারি করতে শাহের চেয়ে বড় ও সফল হাতিয়ার পদ্মশিবিরে আর নেই। আগামী পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপি ব্রিগেডের সুর তাল ছন্দ যাতে মিলে মিশে শ্রুতিমধুর গান তৈরি করতে পারে সেই চেষ্টাই করবেন অমিত শাহ বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। কারণ ২০২৪ এল মহড়া এই পঞ্চায়েত নির্বাচন।

যদিও তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন খোদ বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর থেকে দক্ষিণ জেলা থেকে প্রত্যন্ত গ্রামে গঞ্জে নিজে গিয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা চালিয়েছেন সুকান্ত। এবার সেই চেষ্টা কতটা কার্যকরী হতে পারে সেই হিসেবে নিকেষ নিয়ে আলোচনা হতে পারে শুক্রবারের বৈঠকে বলেও মনে করা হচ্ছে।শুভেন্দু দিলীপ সুকান্ত ছাড়া রাজ্য বিজেপির পাঁচ সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মনকে এই বৈঠকে রাখা হয়েছে।

তবে এবারের শাহের মূল কর্মসূচি শনিবারে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্নে সাভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এবার সেই সরকারি বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *