পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ নভেম্বর: এবার রাজ্য সফরে এসে সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে পরেন বলে দলীয় সূত্রে জস্না গেছে।

আগেই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ৬ নভেম্বর কলকাতায় সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদিবাসী সংগঠন, তাঁত শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলতে চান তিনি।

প্রসঙ্গত, বাংলায় রাজনৈতিক পরিবর্তন চেয়ে লোকসভা ভোটের আগে সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছিলেন অমিত শাহ। বাংলার পরিবর্তনে তাদের মতামত নিয়েছিলেন তিনি। তার ফলও লোকসভা ভোটে হাতেনাতে পেয়েছিল বিজেপি। দুটি আসন থেকে একলাফে ১৮টি আসন রাজ্যে পেয়েছিল। আর এবার বিধানসভার লড়াই। সরকার গড়তে হলে অন্তত ১৪২টি আসন পেতে হবে বিজেপিকে। কঠিন লড়াইয়ের আগে বাংলার পরিবর্তনের জন্য দলীয় নেতাদের ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন অমিত শাহ। সবার সাথে কথা বলে এরপরই বাংলা দখলের রণকৌশল তৈরি চাইছেন তিনি।

তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বার্তা নিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গতকালই পৌঁছে যান কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। সেখানে তাঁর সঙ্গে দীর্ঘ এক ঘন্টা বৈঠক করেন। তবে বৈঠক নিয়ে দু’পক্ষই এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি। পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে সমাজের আরও কয়েকজন বিশিষ্ট বৈঠকে হাজির থাকবেন বলে রাজ্য বিজেপির অন্দরে কানাঘুষো চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *