করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ দেব, ডেবরা সাংসদ কার্যালয়ে করা হল হোম আইসোলেশনের ব্যবস্থা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট: আবার মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। এবার উদ্যোগ নিলেন কোভিড মহামারীতে মানুষের পাশে থাকার।

সাংসদ দীপক অধিকারী তথা দেবের উদ্যোগে ডেবরা সাংসদ কার্যালয়ে হোম আইসোলেশনের ব্যবস্থা করা হল। কোনও উপসর্গহীন মানুষের বাড়িতে থাকতে অসুবিধা হলে তাকে এই সংসদ কার্যালয়ে রাখা হবে বলে জানা গেছে।

সাংসদ দীপক অধিকারী বিভিন্ন সময়ে এই কোভিড ১৯ পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। ভিনদেশে আটকে থাকা ভারতীয়দের যেরকম আনার ব্যবস্থা করেছেন। তেমনই লকডাউনে বিভিন্ন মানুষ যখন তাদের সমস্যার কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, তা তিনি জানতে পেরে তৎক্ষনাৎ তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সম্প্রতি ঘাটাল মহকুমার চন্দ্রকোনা টাউনের সহায়-সম্বলহীন এক অসহায় বৃদ্ধাকে তিনি সহায়তা করেছেন।

সংসদ কার্যালয়কে সেফহোম করার পরিকল্পনা করে তিনি আবারো তার মহৎ মনের পরিচয় দিলেন বলে স্থানীয় মানুষজনের বক্তব্য। বেশ কয়েক বছর আগে পর্যন্ত ঘাটালের এমপিদের মানুষ চিনতো না। অনেকে তাদের নামও জানতো না, কিন্তু স্বতন্ত্র দেব। তিনি সেই ছবি সরিয়ে দিয়ে মানুষের পাশে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *