জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
গ্রামে ঢুকে পড়া হাতির দলকে জঙ্গলে তাড়ানোর সময় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় হাতির হানায় এক হোম গার্ডের মৃত্যু হয়েছে। মৃতের নাম সোনু মাহাতো (৩০)।
মেদিনীপুর বনবিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারোটা নাগাদ সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকার চাঁদড়া রেঞ্জের জঙ্গল থেকে বেড়িয়ে পাঁচটি হাতির একটি দল স্থানীয় সিয়ারবনি বিটের চাঁপাশোল গ্রামে হানা দেয়। গ্রামবাসীদের সঙ্গে হাতিগুলিকে জঙ্গলের দিকে তাড়ানোর সময় সোনু বিচ্ছিন্ন হয়ে পড়লে একটি স্ত্রী হাতি তাকে শুঁড়ে ধরে মাটিতে আছাড় মারার পর পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সোনু মাহাতো স্থানীয় গুড়গুড়িপাল থানায় হোম গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ওই থানার পুলিশ রাতেই তার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

