স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মে: নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা এক হোমগার্ডের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নিজস্ব ব্যারাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই হোমগার্ডের নাম তাপি থোকদার (৩২)। বাড়ি ইটাহারের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের, বনগ্রাম এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিয়ে হয় তাপি থোকদারের। তবে দুই বছর আগে তাঁর স্ত্রী মালদা জেলার চাঁচলে বাপের বাড়ি চলে যায়। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

