আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ: সোমবার দোল উপলক্ষে রঙের খেলায় মেতে উঠে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমিতি এদিন বসন্ত উৎসবে মেতে ওঠে। সংগঠনের সভাপতি অর্ঘ চক্রবর্তী, যুবসভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, শিক্ষক নেতা অর্ণব দাস সহ অন্যান্যরা উৎসবে উপস্থিত ছিলেন।
এদিন দোল উৎসবে মেতে ওঠেন গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির সাধারণ মানুষেরা। সুবর্ণরেখা নদীর তীরে হোলিকা দহন উৎসবের শুভ সূচনা করেন মোহন্ত মহারাজ শ্রী শ্রী কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী। দোল পূর্নিমা তিথিতে কেশিয়াড়ি ব্লকের খাজরা অনন্যা নৃত্যকলা কেন্দ্রে পালিত হয়েছে বসন্ত উৎসব। এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রা থেকে সম্প্রীতির বার্তা দিতে নানা রঙে নানা সাজে মিলিত হয়েছিল নৃত্য শিল্পীরা।
সোমবার বাহা বঙ্গা দোল উৎসব পালন করছে দেউলী মধ্য আদিবাসী সাগেন সুসৌর সাঁওতা ক্লাব। শনিবার বাহা বাঙ্গার পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের অনুষ্ঠান। এই তিন দিন ছিল আদিবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যানুষ্ঠানে অংশ নেয় অনেকে।
পশ্চিম মেদিনীপুরের বেলদা কালচারাল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দোল উৎসব পালন করা হয়েছে বেলদাতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এতে অংশগ্রহণ করেন। ভেষজ রঙ নিয়ে পথচলতি মানুষদের রাঙ্গিয়ে দিয়েছিলেন উক্ত সংগঠনের সদস্যরা। এদিন শোভাযাত্রার সঙ্গে গান ও নৃত্যের আয়োজন করা হয়েছিল।