পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: আজ ডেবরা অডিটোরিয়াম প্রাঙ্গণে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান।” আর এই প্রকল্পকে ঘিরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ভোটার তালিকায় কারচুপি রুখতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে আয়োজিত হয় এক ঐতিহাসিক সভা।
এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইঞা। এছাড়াও ছিলেন জেলার তৃণমূল নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।
সভায় বক্তারা বলেন, “মানুষের সমস্যা মানুষের ঘরে গিয়ে শোনা—এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার সমস্ত চক্রান্ত আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।”