আমাদের ভারত, ৭ অক্টোবর: কার্নিভালের নামে আন্দোলনরত হবু শিক্ষিকাদের সরিয়ে দেওয়ার নির্দেশের বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ’আপনাদের জায়গা ধরে রাখুন’ বলেও তিনি আবেদন করেছেন আন্দোলনরতদের।
হাইকোর্টের অনুমতির আইনি প্রতিলিপি এবং ময়দান থানার ওসি-র নির্দেশিকা-সহ শুভেন্দুবাবু শুক্রবার সামাজিক মাধ্যমে লেখেন, “কলকাতার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত মেধাযুক্ত বঞ্চিত গ্রুপ-ডি, এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানের অনুমতি দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার কার্নিভালের নামে এবং এই নির্দেশিকাকে না মেনে তারা মমতার পুলিশকে দিয়ে চাকরি প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছেন ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আমি বঞ্চিত চাকরি প্রার্থীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গা ধরে রাখুন, কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবেন না। মা উমা আপনাদের সামনে দিয়েই যাবেন, মায়ের আশীর্বাদ আপনাদের সাথে আছে। আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ মেনে শক্ত থাকুন।”

