আমাদের ভারত, ৬ নভেম্বর: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন। বুধবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই সরকারিভাবে ফল ঘোষণার আগেই বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আপনার এই ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই।
মোদী লিখেছেন, “আপনি যেভাবে আপনার পূর্ববর্তী জমানায় সাফল্য গড়ে তুলেছেন ঠিক সেভাবেই আমি আপনার ভবিষ্যতেও সাফল্য কামনা করি। ভারত মার্কিন সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক যেন পুনর্গঠিত হয়। আন্তর্জাতিক ও কৌশল গত অংশীদারিত্বে আমাদের সহযোগিতা বাড়বে বলেই আমি আশা করি।”
মোদী আরও লিখেছেন, “আমরা পরস্পরে মিলে আমাদের দু’ দেশের মানুষের জন্য আরো উন্নয়নের কাজ করে যাব। একইসঙ্গে বিশ্ব শান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধি লক্ষ্যে কাজ করে যাব এই আশা আমি রাখি।”
বুধবার ভোট গণনার প্রথম দিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের থেকে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেন ট্রাম্প। দ্বিতীয় বার হোয়াইট হাউস দখল করতে চলা ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, অনেকে বলে থাকেন যে, ঈশ্বর আমার প্রাণ রক্ষা করেছেন একটি বিশেষ উদ্দেশ্যে। আর সেটা হলো দেশকে রক্ষা করার কাজের জন্য। আমার সরকার পরিচালনার একটাই লক্ষ্য থাকবে, তা হলো- যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করে যাব। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।
আমেরিকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, এই জয় ঐতিহাসিক। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।
রাষ্ট্রপতি নির্বাচনের রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হয়েছেন এই বর্ষীয়ান নেতা। ৫৩৮ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ টপকে ২৭৭- এ পৌঁছে গেছেন তিনি। মার্কিন আইনসভার দুই কক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসে ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা।
ট্রাম্প ও মোদীর বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠান আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে হাজার হাজার ভারতীয়, মার্কিনদের সামনে মঞ্চে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে চেঁচিয়ে অব কি বার ট্রাম্প সরকার বলে প্রচার করতেও দেখা গিয়েছিল মোদীকে। পরের বছর ২০২০ সালে মোদীর আমন্ত্রণে ট্রাম্প দিল্লিতে এসেছিলেন। দুই বিশ্ব নেতার মেগা রোড শো চমকে দিয়েছিল সকলকে। পরে গুজরাটের আমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় দু’জনকে। কয়েক বছর পেরিয়ে আবার আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় ফিরছেন এদিকে ভারতে মোদীও গদি ধরে রাখতে সমর্থ হয়েছেন। ফলে মোদী ও ট্রাম্পের বন্ধুত্বের ভীত মজবুত হবে বলে আশাবাদী নয়া দিল্লি। আশা করা হচ্ছে হাউডি মোদী কিংবা নমস্তে ট্রাম্পের মতো অনুষ্ঠান আবারো দু’ দেশে হবে।