আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: তিনি সনাতন ধর্মকে অপমান করেছেন। সেই অপরাধে তাকে ঠাঁটিয়ে চড় মারতে হবে। আর সেটা করলেই পাওয়া যাবে ১০ লক্ষ টাকা পুরস্কার। অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে এইরকম পোস্টার। এটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রচারিত এই পোস্টারে চড় মারতে ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্য তথা জনপ্রিয় তামিল অভিনেতা উদয়নিধি শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, “সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোর জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।” এরপরই তিনি বলেন, “আমাদের প্রথম কাজ হলো বিরোধীতা নয় সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। কারণ সনাতন সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী। এই অনুষ্ঠানে উদয়নিধি বলেন, এমন কিছু জিনিস আছে যার বিরোধীতা নয় নিশ্চিহ্ন করা দরকার। ডেঙ্গু ম্যালেরিয়া করোনার বিরোধিতা আমরা করি না, আমরা এর বিলুপ্তি ঘটাই। তেমনি সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস নেতা কমল নাথ কেসি বেণুগোপাল ইতিমধ্যেই উদয়নিধির বক্তব্যকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। এদিকে স্ট্যালিন পুত্র জানিয়েছেন, কোনো ধর্মকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তিনি বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজনৈতিক কারণে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা প্রচার করা হচ্ছে।
তবে গোটা বিষয়টিকে হিন্দু ভাবাবেগে উপর আঘাত বলেই সরব হয়েছেন হিন্দুত্ববাদী তথা বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া জোটকে হিন্দু বিরোধী বলে তোপ দেগেছেন। নাম না করে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, এর যোগ্য জবাব দেওয়া প্রয়োজন। উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে উদয়নিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। সমাজের ২৬২ জন বিশিষ্টজনেরা সিবিআইকে স্বপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।

