Yunus, Bangladesh, বাংলাদেশে একের পর এক হিন্দু নিখোঁজ হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে দেহ, কোনো পদক্ষেপ করছে না ইউনুস সরকার

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: হিন্দুদের ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে। একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন। ফিরছে তাদের নিথর দেহ। কিন্তু সেদেশের সরকারের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। কোনো পদক্ষেপ করতেও দেখা যায়নি।

গত ১৪ জানুয়ারি ঘটেছে এক ভয়াবহ ঘটনা। বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলায় উদ্ধার হয়েছে বছর ১৩-র এক হিন্দু কিশোরের দেহ। জানাগেছে, মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ মোদকের ছেলে অণয় চন্দ্র সন্ধ্যেবেলায় পড়াশোনার কিছু উপকরণ কিনতে বেরিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে অপহরণ করে টাকা চায় দুষ্কৃতীরা। কিন্তু টাকা দেওয়ার পরেও তাকে জীবিত পাওয়া যায়নি। অপহরণের পাঁচ দিন পর গত সোমবার আড়িয়াল খান নদী থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানাগেছে।

যশোর জেলার বনগ্রাম থেকেও নিখোঁজ হয়েছে ১৮ বছরের এক গৃহবধূ। বুধবার ২২ জানুয়ারি সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল চন্দ্রিমা মল্লিক, কিন্তু তারপর থেকে সে নিখোঁজ। বনগ্রামের পলাশ মন্ডলের স্ত্রী চন্দ্রিমা।

বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ জয় দেবনাথ নামের আরো এক হিন্দু যুবক। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের কোনো হদিস পাওয়া যায়নি। বাংলাদেশের হিন্দুরা যে একেবারে নিরাপদ নয় তার আভাস বার বার পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমের নানা পোস্ট থেকে। এই পরিস্থিতিতে হিন্দুদের রক্ষা করতে নীরব ইউনুস সরকার। সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে সামাজিক মাধ্যমেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *