আমাদের ভারত, ৮ নভেম্বর: অস্থির বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। বিশেষ করে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাধিক অত্যাচার নেমে এসেছে। বাধ্য হয়ে একজোট হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দিলো ভারত। অবিলম্বে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ করার কথা জানিয়েছে নয়া দিল্লি।
সম্প্রতি চট্টগ্রামে হিন্দুদের ওপর বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী বিরুদ্ধে মিলিতভাবে হামলার অভিযোগ উঠেছে। যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর এই বিষয়ে নিজেদের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন নয়া দিল্লি। চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের ওপর সংগঠিত ভাবে হামলার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ভারত সরকার। পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল চট্টগ্রামে হিন্দুদের ওপর বাংলাদেশ পুলিশ ও সে দেশে সেনাবাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্টের কারণে এই অশান্তি তৈরি হয়েছে যা আটকানোর পরিবর্তে তাতে আরো বেশি করে ইন্ধন দিয়েছে বাংলাদেশের প্রশাসন ও সেনাবাহিনী। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ করার পাশাপাশি এই হামলায় জড়িত মৌলবাদীদের বিরুদ্ধে বাংলাদেশের সরকার কঠোর পদক্ষেপ নিক।
ইসকনের সমালোচনা করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে গন্ডগোলের সূচনা হয়। বাংলাদেশের বন্দর শহর চট্টগ্রামে যার প্রতিবাদ করা হিন্দু সম্প্রদায় মানুষের উপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এমনকি বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে আক্রমণ করার অভিযোগ ওঠে হিন্দুদের ওপর।
এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে। তাদের সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুঠতরাজও চালানো হয়েছে। এই ঘটনা, ঘটেছে সোশ্যাল মিডিয়াতে হিন্দু ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে বিদ্বেষ মূলক পোস্টের বিরুদ্ধাচরণ করার জন্য।