আমাদের ভারত, ৮ আগস্ট: ভিক্টর হুগোর উক্তি-সহ সামাজিক মাধ্যমে “হিন্দুত্বের সময় এসেছে” বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেই সঙ্গে একহাত নিলেন বামপন্থীদের।
সোমবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “হঠাৎ দেখি, দেশে আর এস এস-এর প্রভাব বেড়ে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিআই। সেই সঙ্গে বলেছে এর বিরুদ্ধে বামপন্থীদেরই লড়তে হবে! লড়ুন, কমরেড! শুধু মনে রাখবেন, ভিক্টর হুগোর সেই অমর উক্তি, ‘নাথিং ইজ মোর পাওয়ারফুল দ্যান এন আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম।’ আইডিয়া-র নাম হিন্দুত্ব।”
২ ঘন্টায় সোমবার বিকেল পাঁচটায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৫৬০, ৩৭, ২৮। শুভঙ্কর বসু লিখেছেন, “কেবল মাত্র ভারত নয় সারা বিশ্বে এই আইডিয়ার বিকাশ ঘটছে। এটা অনুভূত হচ্ছে অসাধারণ ভাবে। জয় বীরেশ্বর বিবেকানন্দ।” স্নেহাশিস নাগ লিখেছেন, “বাংলার বামপন্থীরা কোন দিনই প্রকৃত সেক্যুলার নয়, ইতিহাস তাই বলে।” অনুভব জানা লিখেছেন, “সহমত। সময় এসে গেছে, আর ঠেলে আটকে রাখা যাবে না।” অসীম কুমার দত্ত লিখেছেন, “ফসিল হয়ে গিয়েও লাজলজ্জার বালাই নেই এদের।”
ব্যঙ্গও করেছেন কেউ কেউ। সৌম্য সাঁতরা লিখেছেন, “দাদুভাই আপনি কবে প্রধানমন্ত্রী হবেন? আমরা সমস্ত হিন্দু বীররা আপনার জন্যে খুবই কষ্টে আছি
আপনিই পারবেন হিন্দু ভূখণ্ড বানাতে।” জয় ব্যানার্জি লিখেছেন, “আর এস এস হল দেশের চরম শত্রু।”

