আমাদের ভারত, ১৬ জুলাই: ধর্মীয় অবমাননার অজুহাতে বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এল। নড়াইল জেলার দিঘলিয়া বাজারে ও সাহা বাজারে ১১ টি হিন্দু বাড়িতে আগুন, ১০০ -র বেশি হিন্দু বাড়িতে ভাঙ্গচুর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে উঠেছে একদল মুসলিম বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ধর্মীয় অবমাননার অভিযোগে আকাশ সাহাকে না পেয়ে তার বাবাকে গ্রেফতারের পরেই এই হিংসাত্মক ঘটনা ঘটেছে সেখানে।
সোশ্যাল মিডিয়ায় আকাশ সাহার বিরুদ্ধে নবি সম্পর্কে বিতর্কিত মন্তব্য লেখার অভিযোগ ওঠে। এর বিরোধিতায় শুক্রবার নমাজের পরেই একদল মুসলিম বিক্ষোভকারী চড়াও হয় ওই সাহাদের পাড়ায়। তারা বিক্ষোভ দেখানোর নামে একাধিক বাড়ি, মুদির দোকান, মিষ্টির দোকান ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে দেয়। এমনকি স্থানীয় একটি মন্দিরেও ভাঙ্গচুর চালায় তারা।
স্থানীয়রা জানিয়েছেন, আকাশ সাহার এক মুসলিম বন্ধুর করা হিন্দু ধর্ম ও তার মা বোনদের নিয়ে করা কু-মন্তব্যের পাল্টা জবাবে নবি সম্পর্কে মন্তব্য করেছিল। তাকে ঘিরেই এই ভাবে নির্যাতন নেমে এল বাংলাদেশের সংখ্যালঘু কয়েকশো হিন্দু পরিবারের উপর। তনিমেশ ও তরুণ নামে দুই যুবককে ওই মুসলিম বিক্ষোভকারীরা এমনভাবে মারধর করেছে যে আশঙ্কা জনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে টিয়ার গ্যাস ছোড়ে। শেষ পর্যন্ত আকাশের বাবাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে সেখানে।