আমাদের ভারত, ১৬ জুলাই: ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠার পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানালেন হিন্দু সংহতি’-র রাজ্য সভাপতি দেবতনু ভট্টাচার্য। শনিবার দেবতনুবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “পিএফআই নামের ইসলামী সংগঠনের ২০৪৭ এ ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা সম্বলিত নথি সর্বসমক্ষে এসেছে। এই নথি অনুযায়ী ২০৪৭-এ ভারত দখলের জন্য কয়েকটি ধাপে তাদের প্রস্তুতি চলছে। যথা-
১) ভারতের মুসলমানদের ১০% কে তাদের সাথে যুক্ত করা।
২) ভারতীয় পরিচয়ের ঊর্ধ্বে মুসলিম পরিচয়ের ভাবনাকে জাগানো।
৩) মুসলিম যুবকদের তলোয়ার, রড ইত্যাদি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ইত্যাদির ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া।
৪) তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখার জন্য জাতীয় পতাকা, সংবিধান, আম্বেদকর ইত্যাদিকে সামনে রাখা। ৫) হিন্দু সমাজে বিভাজন সৃষ্টি করে এসসি/ এসটি/ ওবিসিদের সাথে নিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করা।
৬) আচমকা মিছিল, শক্তির প্রদর্শন, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক মজুদ করা।
৭) পিএফআই কে মুসলমানদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এসসি/ এসটি/ ওবিসিদের ৫০% কে সাথে নিতে পারলেই ন্যাশনাল লেভেলে রাজনৈতিক ক্ষমতা হাতে আসবে। এরপরে জুডিশিয়ারী, প্রশাসন, পুলিশ, আর্মিতে প্রশিক্ষিত ক্যাডারদের ঢুকিয়ে দিতে হবে।
৮) প্রশিক্ষিত ক্যাডারের সংখ্যা এবং হাতিয়ার যথেষ্ট হলেই সংবিধানকে লাথি মেরে শরিয়ত লাগু করা হবে।
মোটামুটি ২০৪৭ এ এভাবেই ভারত দখলের পরিকল্পনা সম্বলিত একটি নথি পুলিশের হাতে এসেছে। এই পরিকল্পনার মধ্যে নতুনত্ব কিছুই নেই, অবাক হওয়ারও কিছু নেই। ওরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে- ১০% মুসলমান এই পরিকল্পনায় সামিল হলেই ভিড়ু সংখ্যালঘুকে নাকি ওরা নতজানু করে দেবে। আমরাও সংকল্প করেছি ২০৩০ এর মধ্যে এই সনাতনী মাটিকে জেহাদমুক্ত করবো। সাথে থাকুন।”