বাংলাদেশ সরকারের নরকযাত্রা কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান বালুরঘাটে, হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমনের ধারাবাহিক প্রতিবাদ হিন্দু সংহতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ নভেম্বর: বাংলাদেশ সরকারের নরক যাত্রা কামনা করে এক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন বালুরঘাটে। দুর্গা পুজায় হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমনের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ধারাবাহিক আন্দোলন হিন্দু সংহতির। শনিবার বিকেলে বালুরঘাট শহরের হিলি মোড়ে সেই ঘটনাকে তুলে ধরে এক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে হিন্দু সংহতি। হিন্দু ধর্ম মতে কেউ মারা গেলে যে ভাবে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় ঠিক একই ভাবে এদিন হিন্দু সংহতির পক্ষ থেকে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে শ্রাদ্ধানুষ্ঠানে হাজির ছিলেন হিন্দু সংহতির কেন্দ্র কমিটির সম্পাদক রজত রায়, বালুরঘাট বিধানসভা কমিটির সভাপতি পরিতোষ বর্মণ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া দুর্গাপূজার সময় থেকে বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তা অবিলম্বে বন্ধ করার দাবিতে অভিনব আন্দোলনে নামে হিন্দু সংহতি। প্রতিকী মরদেহ নিয়ে শ্মশানযাত্রা থেকে শুরু করে বাংলাদেশ সরকারের দুর্বলতার দিক তুলে ধরে এদিন শ্রাদ্ধানুষ্ঠানেরও আয়োজন করে হিন্দু সংহতি। এদিনের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশে হিন্দুদের উপর ফের আক্রমণ হলে আরও বড় আন্দোলনে নামবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের সংগঠনের তরফে। এদিনের এই শ্রাদ্ধানুষ্ঠানে নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক হিন্দু সংহতির সদস্যরা।

হিন্দু সংহতির কেন্দ্রীয় নেতা রজত রায় বলেন, শ্মশান ছাড়া বাংলাদেশে কোথাও নিরাপদ নয় হিন্দুরা। আর এমন অপদার্থতার জন্য দায়ী সে দেশের সরকার। তাই সেদেশের সরকারের ব্যর্থতা তুলে ধরতেই এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *