অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৯ জুন: বৃহস্পতিবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করবে হিন্দু সংহতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গ দিবসকে একটি ঐতিহাসিক দিন হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করার আবেদন করা হয়েছে ‘হিন্দু সংহতি’-র পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি দেবতনু ভট্টাচার্য সামাজিক মাধ্যমে লিখেছেন, “মুসলিম লীগের গুণ্ডাদের ছুরিচাকুর সামনে সবাই যখন আত্মসমর্পণ করে পাকিস্থানের দাবি মেনে নিয়েছে, তখনও আমরা হার মানিনি। আমরা লড়াই করেছিলাম এবং পাকিস্তানকে টুকরো করে পশ্চিমবঙ্গ বলে পরিচিত এই ভূমিখন্ডকে জেহাদী হায়নাদের মুখ থেকে ছিনিয়ে এনেছিলাম। পশ্চিমবঙ্গের জন্ম ছিল বিচ্ছিন্নতাবাদী শক্তির পরাজয় এবং জাতীয়তাবাদী শক্তির বিজয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল গোটা দেশের পরাজয়ের মধ্য থেকেও বিজয়শ্রী ছিনিয়ে আনার এই ঐতিহাসিক লড়াইয়ের ময়দানে বাঙালি হিন্দুরা সেদিন দলমত নির্বিশেষে অবতীর্ণ হয়েছিল। ১৯৪৭ এর ২০শে জুন জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের। তাই ২০শে জুন, পশ্চিমবঙ্গ দিবস, একটি ঐতিহাসিক দিন। শুধুমাত্র এই রাজ্যের জন্য নয়, এই দিনটি সমগ্র ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দু সংহতির পক্ষ থেকে চিঠির মাধ্যমে আহ্বান জানালাম, ‘পশ্চিমবঙ্গ দিবস’-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন।“