আমাদের ভারত, ১২ এপ্রিল: বহুদিন আগে থেকেই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দাবি জানিয়ে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের সহযোগী সংগঠনগুলি। ইদানিং সেই দাবি আরও জোরদার হয়েছে। তার মধ্যে রবিবার হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত নামে একটি সংগঠন উত্তর পূর্ব দিল্লিকে হিন্দু রাষ্ট্রের প্রথম জেলা হিসেবে ঘোষণা করেছে।
২০২০ তে দিল্লির ওই এলাকায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল। দুই সম্প্রদায়ের মোট ৫৩ জন নিহত হয়েছিল। আহত হন ৭০০-র বেশি। দাঙ্গার পর এখনো দুই সম্প্রদায়ের কিছু মানুষ এলাকা ছাড়া। এবার রবিবারের অনুষ্ঠান থেকে হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত উত্তর পূর্ব দিল্লির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংখ্যালঘুদের যেনো সেখানে বাড়ি ভাড়া না দেন তারা। সংখ্যালঘুদের কাছে জমি বাড়ি বিক্রি না করার আর্জিও জানিয়েছে ওই সংগঠন।
এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন হিন্দু ইউনাইটেড ফ্রন্টের প্রধান জয় ভগবান গয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যনারায়ণ জাতিয়া, উত্তর দিল্লির প্রাক্তন মেয়র অবতার সিং। জাতিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা নিজেদের ভারত মাতার সন্তান বলে মনে করেন তারা সকলেই ভাই বোন এবং প্রত্যেককে ধর্মনির্বিশেষে এই পরিবারে স্বাগত। যদিও দিল্লির বিজেপির এক মুখপাত্র বলেছেন এই অনুষ্ঠানের সঙ্গে দলের কোনো সম্পর্ক ছিল না। গয়ালও দলের কোনো পদে নেই।