কাশ্মীর উপত্যকায় ৩৫ বছর পর প্রথম হিন্দুদের মিছিল , টুইটারে ভিডিও শেয়ার করেছেন তথাগত

আমাদের ভারত, ১৫ নভেম্বর: হ্যাশ ট্যাগ, মোদী ক্যান মোদী উইল, দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম কাশ্মীরের রাস্তায় হিন্দুরা মিছিল বার করলেন। টুইটারে মিছিলের ভিডিও শেয়ার করে এমনটাই লিখেছেন বিজেপি নেতা তথাগত রায়। মেঘালয় প্রাক্তন রাজ্যপাল বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্পূর্ণ সফল।

গত ৩৫ বছরে জম্মু-কাশ্মীরে কোথাও হিন্দুদের মিছিল বেরোয়নি। ৩৫ বছরে প্রথমবার এমনটা হওয়া উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি বাংলার এই বর্ষীয়ান বিজেপি নেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ মিছিলে দেবদেবীদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তথাগত রায়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ খোল কর্তাল নিয়ে বেরিয়েছেন সেই মিছিলে। হরে রাম হরে কৃষ্ণ গাইছেন বহু মানুষ। একসঙ্গে এই মিছিল এগিয়ে চলেছে মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকায়। যা সত্যিই বিরল।

ভিডিও শেয়ার করে তথাগত রায় লিখেছেন ৩৫ বছরে এই প্রথম কাশ্মীরের হিন্দুরা উপত্যকায় এমন মিছিল বের করতে পারলেন। সেই মিছিলে একটি গাড়িতে দেবদেবীর ছবি ও বিগ্রহ সাজানো রয়েছে। গাড়ি সামনে পিছনে ভক্তরা ঈশ্বরের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন। তবে মিছিলকে ঘিরে ছিল বিশাল পুলিশবাহিনী। যে কোন রকম অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য পুলিশ তৈরি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *