পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে অবিলম্বে মুক্তির দাবি, সারা বিশ্বে হিন্দুদের একত্রিত করে হিন্দু শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে আজ মেদিনীপুরে হিন্দু মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মহা মিছিল এদিন বিকেলে মেদিনীপুরের রিং রোড পরিক্রমা করে এবং হিন্দু শক্তিকে একত্রিত করে প্রায় কুড়ি হাজার সনাতনী হিন্দু সমাজের মানুষ জন এই কর্মসূচিতে সামিল হন।
বাঙ্গালি হিন্দু সমাজের পক্ষ থেকে নিম্বার্ক মঠের সাধু সুভাষ শরণদেব মহন্ত জানান যে, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই মিছিলের আয়োজন। যদি বাংলাদেশে এই অত্যাচার না বন্ধ হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে।