বাঁকুড়ায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন হিন্দু মহাসভার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুন: প্রশাসনের অনুমতি না পাওয়ায় প্রস্তাবিত সভা বাতিল করে শুধুমাত্র প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করল হিন্দু মহাসভা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু মহাসভা।

বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সম্পাদক সুশান্ত নন্দী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও এক নিশান, এক বিধান ও এক প্রধানের দাবিতে আন্দোলন করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করার জন্য তাকে গ্রেফতার করে জেলে বন্দি করে রাখেন তৎকালীন কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লা।ভুল চিকিৎসা করে রাজনৈতিক হত্যা করা হয়। তাঁর এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ মাচানতলা মোড়ে এক সভার আয়োজন করা হয়। এব্যাপারে পুলিশ প্রশাসনের অনুমতির আবেদন করলেও অনুমতি মেলেনি। এটা চরম লজ্জার বলে তিনি মন্তব্য করেন। এদিন নির্ধারিত সময় বিকাল পাঁচটায় মাচানতলা মোড়ে ভারতমাতা ও শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কর্মী সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *