Ayodhya, Ramlala, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দীপাবলি পালনের আহ্বান হিন্দু মহাসভার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ জানুয়ারি: অযোধ্যায় রামমন্দিরে রামলালার বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠার দিন বাড়িতে বাড়িতে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি পালনের আহ্বান জানিয়েছে হিন্দু মহাসভা।

রামমন্দির প্রতিষ্ঠা ও রামলালার বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে হিন্দু মহাসভার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় রামমন্দির আন্দোলনের ইতিহাস, হিন্দু মহাসভার আইনি লড়াই ও হিন্দু মহাসভার ঐতিহাসিক জয় উল্লেখ করে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রবীণ কার্যকর্তা অবনীভূষণ মন্ডল, বিশ্ব হিন্দু পরিষদের বিভাগীয় সম্পাদক রনধীর মুখোপাধ্যায়, বাঁকুড়া সদ‍র কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি সোমনাথ বরাট প্রমুখ। ওই সভা থেকেই দীপাবলি পালনের আহ্বান জানানো হয়।

এছাড়াও হিন্দু মহাসভার নাম নিয়ে রামমন্দির উদ্বোধনের বিরোধিতার হীন রাজনীতির সমালোচনা করা হয়। হিন্দু মহাসভা সর্বত্র ঔদিন নানা কর্মসূচির মাধ্যমে রামমন্দির উদ্বোধন উপলক্ষে উৎসব পালন করবে বলে জানান হিন্দু মহাসভার বাঁকুড়া জেলা সম্পাদক সুশান্ত নন্দী জানান। এ বিষয়ে হিন্দু জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *