RSS, Khargapur, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে হিন্দু সম্মেলন খড়্গপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত স্থানীয় মাতকাতপুর মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল হিন্দু সম্মেলন। রবিবার আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তদের পাশাপাশি সহস্রাধিক সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভক্ত উপস্থিত ছিলেন।

সম্মেলনের মূল বক্তব্যে সংস্কৃত ভারতীর জেলা সম্পর্ক প্রমুখ প্রণবানন্দ বলেন, “সমাজ জীবনে সময়োপযোগী উঁচু-নিচু, স্পৃশ্য-অস্পৃশ্য, জাতিভেদ ও জন্মভিত্তিক বৈষম্যের ঊর্ধ্বে উঠে সামাজিক সমন্বয় প্রতিষ্ঠা করাই আজকের প্রয়োজন। হিন্দু ভাবনা ও জীবনশৈলীকে বিকশিত করে সমাজকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদেশি দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজস্ব ভাষা, পোশাক ও স্বদেশী ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে। দৈনন্দিন জীবনে একজন আদর্শ নাগরিক হিসেবে জাতি ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রত্যেকের কর্তব্য।”

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল সহস্র কণ্ঠে গীতা পাঠ ও হরিনাম সংকীর্তন। এই ধর্মীয় ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা মাঠজুড়ে সৃষ্টি হয় এক পবিত্র ও ভাবগম্ভীর পরিবেশ। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হওয়া এই হিন্দু সম্মেলনকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *