আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৫ জানুয়ারি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বীরভূমের রামপুরহাটে অনুষ্ঠিত হলো হিন্দু সম্মেলন। এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক সাধু সন্ত উপস্থিত ছিলেন।

রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ডের হিন্দু সম্মেলনে মানুষকে জাগ্রত করতে বেশ কিছু সচেতনতামূলক ট্যাবল প্রদর্শিত করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল বেশি বেশি বৃক্ষ রোপণ এবং প্লাস্টিক বর্জনের মতো সচেতনতা বিষয়ক ট্যাবল।

সঙ্ঘের জেলা সম্পর্ক প্রমুখ উৎপল চট্টোপাধ্যায় ওরফে চন্ডি এবং হিন্দু সম্মেলন আয়োজন সমিতির সম্পাদক চরণ দাস বলেন, “এই সম্মেলন থেকে আগত মানুষদের মধ্যে আমরা সমাজ জীবনে সময়োপযোগী পাঁচটি বিষয়ের উপর সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি।

প্রথমত, উঁচু-নিচু, স্পৃশ্য-অস্পৃশ্য, জাতিভেদ, জন্মভিত্তিক বৈষম্যের উর্ধে উঠে সামাজিক সমন্বয় প্রতিষ্ঠা করা, দ্বিতীয়ত, পরিবেশ রক্ষার্থে আমাদের জীবনযাত্রাকে পরিবেশ বান্ধব করতে হবে। অর্থাৎ বেশি বেশি বৃক্ষ রোপন করে সবুজায়ন গড়ে তুলতে হবে। তৃতীয়ত, হিন্দু ভাবনা ও জীবনশৈলীকে বিকশিত করতে হবে। চতুর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদেশি দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজস্ব ভাষা, পোশাক, স্বদেশী ধারণা ও আচরণকে অগ্রাধিকার দিতে হবে। পঞ্চম দৈনন্দিন জীবনে একজন আদর্শ নাগরিক হিসেবে জাতি ও সমাজের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সত্যানন্দ মহারাজ, স্বামী সুদর্শন মহারাজ, যোগী লাল বাবা মহারাজ। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশ্বশান্তির যজ্ঞ করা হয়। সব শেষে দুপুরে ছিল প্রসাদ গ্রহণের পর্ব।

