রাহুলকে গান্ধী পদবি ত্যাগ করার পরামর্শ হিমন্ত বিশ্বশর্মার, বললেন ওটাই ছিল প্রথম দুর্নীতি

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: গান্ধী পরিবারকে আবার একবার নিশানা দাগল বিজেপির নেতা। গান্ধী পদবী নিয়ে ফের শুরু হল কাটাছেঁড়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পদবী ত্যাগ করার পরামর্শ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

গুয়াহাটিতে দলীয় সংগঠনের অনুষ্ঠানের যোগ দিয়ে, প্রাক্তন কংগ্রেস নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী বলেন, গান্ধী পদবী ব্যবহার করার পেছনেই সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল যখন গান্ধী পরিবারকে তাদের গান্ধী পদবি নিয়ে আক্রমণ করা হয়েছে ঠিক তখনই জি-২০ সম্মেলনে আগত সমস্ত রাষ্ট্র নেতারা দিল্লির রাজঘাটে যান মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে। অর্থাৎ বিজেপি সরকার ঘুরিয়ে হলেও বোঝানোর চেষ্টায় সফল হলো মহাত্মা গান্ধীর উপর অধিকার হারাতে শুরু করেছে কংগ্রেস।

রবিবার গুয়াহাটিতে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেন যে গান্ধী পরিবার দেশ ভাঙার কাজ করেছে। গান্ধী পরিবার হলো জালিয়াতির সর্দার। একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত এরা। প্রথম দুর্নীতি শুরু হয়েছিল গান্ধী পদবি ব্যবহার দিয়ে। ওরা শুধু পরিবারবাদই করেছে এবং দেশ ভাঙার কাজ করেছে। আমি রাহুল গান্ধীকে অনুরোধ করছি গান্ধী পদবি ত্যাগ করার জন্য।

এদিকে রবিবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে রাষ্ট্রনেতারা রাজঘাটে যান মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা অর্পণ করতে। কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক মঞ্চে যে সময় গান্ধীজিকে তুলে ধরল ঠিক সেই সময় এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী। গান্ধী নামকে বরাবরই পুঁজি হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সেখানে এবার কংগ্রেসের কাছ থেকে একরকম হাতিয়ার কেড়ে নেওয়া চেষ্টা করেছে বিজেপি বলে মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *