রূপনারায়ণ নদীর পাড়ে “ইলিশ উৎসব” তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ৯০ সালের ব্যাচের উদ্যোগে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই: বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্রদের উদ্যোগে রূপনারায়ণ নদীর পাড়ে এক অতিথি নিবাসে আয়োজন করা হল “ইলিশ উৎসব”।

এপার বাংলায় সেই ভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এসে ইলিশ উৎসবে মাতলেন তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিকের পড়ুয়ারা। কেউ থাকেন কাতারে আবার কেউ থাকেন ভিন রাজ্যে। কর্মসূত্রে যে যার থাকেন নিজের কাজের জায়গায়। বছরে তিন-চারবার মিলিত হয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই একটি অঙ্গ আজকের এই ইলিশ উৎসব।

কেউ পেশায় শিক্ষক, অধ্যাপক, উকিল, চিকিৎসক, ব্যবসায়ী। সারা বছর কাজে ব্যস্ত থাকলেও বিশেষ বিশেষ দিনে মিলিত হন তারা। প্রায় ৫/৭ ধরনের ইলিশের পদ রান্না করা হয়। সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। সব মিলিয়ে এক জমজমাট উৎসব। মরশুমের প্রথমে এই ধরনের ইলিশ উৎসব যা সকলকে খুবই আনন্দ দিয়েছে বলে জানান উপস্থিত মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *