আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ সেপ্টেম্বর: মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ মাছ ক্রমেই লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। ইলিশ মাছকে লুপ্ত হওয়া থেকে বাঁচাতে এগিয়ে এলো ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র।
ইলিশ মাছ কখন ধরা উচিত, কোন ধরনের ইলিশ ধরলে ইলিশের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিতে ব্যারাকপুর কেন্দ্রীয় আর্ন্তদেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে গঙ্গার তীরবর্তী জেলেদের নিয়ে অনুষ্ঠিত হলো ইলিশ সংরক্ষণ সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে শুধু ব্যারাকপুর নয়, কোলাঘাট, বলাগড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলেভাইরা অংশ গ্রহণ করেন।
ইলিশ মাছ সংরক্ষণ নিয়ে সচেতনতা চালিয়ে গেলে এবং ইলিশের পোনা অর্থাৎ খোকা ইলিশ ধরার প্রবণতা বন্ধ হলে আগামী ৫ থেকে ১০ বছরে মধ্যে ইলিশ মাছের উৎপাদন আমাদের রাজ্যে বাড়বে, তখন আর বাংলাদেশের ইলিশের উপর নির্ভর করতে হবে না বলেই মনে করছেন এই কর্মশালার উদ্যোক্তারা।